ক্ষেতমজুরি করে চালাতো সংসার! আয়কর দপ্তরের ছাপাতে বেরিয়ে এল ১০০ কোটি টাকার সম্পত্তি

ভাগ্যে থাকলে , এক দিনেই কোটিপতি হওয়া সম্ভব। এমনি এক অধিবাসী নারীর কথা আজ জানবেন আপনারা, যিনি ভাগ্যের জোরে আজ ১০০ কোটির মালিক। অথচ ওই মহিলা নিজেই জানতেন না এতদিন যে তিনি এত কোটি টাকার মালিক। আসুন জেনে নিন পুরো বিষয়টি।

আধিবাসী মহিলার নাম সঞ্জু দেবী মীনা। তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি দিন মজুরি হিসেবে কাজ করেন। তিনি দিন মজুরি কাজ করেই তাঁর সংসার চালান এবং তাঁর সন্তানদের বড় করছেন। সম্প্রতি আয়কর বিভাগের কাছে গোপন খবর এসেছিল, কিছু সংখ্যক শিল্পপতি দিল্লির হাইওয়েতে জমি কিনছেন আধিবাসীদের নাম জাল করে।

আয়কর বিভাগ তদন্ত শুরু করলে জানতে পারে, দিল্লির হাইওয়ে ৬৪ বিঘা জমির মালিক সঞ্জু। তার মূল্য কম করে ১০০ কোটি টাকারও বেশি। আয়কর দপ্তর হাইওয়ের জমি গুলোর কোনো নির্দিষ্ট আধিকারিক খুঁজে না পাওয়া কারণে জমি গুলিকে বেনামী সম্পত্তি গুলোক ব্যানার করে লিখে দিয়েছে জমিগুলো এখন আয়কর বিভাগের অধীনে এবং সঞ্জু দেবী ৫টি গ্রাম অর্থাৎ ৬৪ বিঘা জমির মালিক সেটাও ব্যানারে উল্লেখ আছে।

কিন্তু বাস্তবে সঞ্জু দেবী মিনার এত সম্পত্তি থাকা অসম্ভব ব্যাপার। তিনি জানিয়েছেন, তিনি এত জমির ব্যাপারে জানতেনই না নিজে। তাঁর স্বামী এবং শশুর ২০০৬ সালে মুম্বাইতে কাজ করতেন। তাঁর স্বামীকে জয়পুরের আম্বরে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে দিয়ে একটি কাগজে বুড়ো আঙুলের ছাপ দেওয়া হয়। কিন্তু কিসের কাগজে ছাপ নেওয়া হয়েছিল তিনি নিজেও জানেন না। তাঁর স্বামীর মৃত্যুর ১২ আগেই বছর হয়ে গেছে । তিনি নিজেও জেনে অবাক, তিনি ১০০ কোটি সম্পত্তির মালিক এটা জেনে।