দক্ষিণী সিনেমার এই ১০ টি মিথ্যেকে সর্বদা আমরা সত্য বলে মনে করে থাকি

আজকাল কম বেশি মানুষ দক্ষিণের সিনেমা দেখতে বেশ পছন্দ করছেন। দক্ষিণ সিনেমা গুলো এখন বক্সঅফিসে কাপাচ্ছে। তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পর্কে আপনারা এমন কিছু শুনেছেন, যেগুলি আপনারা অন্ধের মত বিশ্বাস করেন। আদেও ওটা সত্যি নয়। আজকে আপনাদের এরকমই কিছু বিষয় সম্পর্কে বলব, যেগুলো আপনারা সত্যি বলে মনে করেন।

• আপনারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতাদের গোঁফ রয়েছে। কিন্তু সেটা সবার জন্য নয়। বেশিরভাগ নায়কের গোঁফ থাকলেও, এমনও অনেক নায়ক রয়েছে যাদের গোঁফ নেই। তাদের মধ্যে হল মহেশ বাবু এবং সুকুমারের মত সুপারস্টার অভিনেতারা।

• আপনাদের এটা হয়তো ধারণা আছে দক্ষিণী ইন্ডাস্ট্রির সব অভিনেত্রীদের ওজন বেশি হয়। তবে এই ধারণাটা সঠিক নয়। কারণ অনেক এমন নায়িকা আছেন, তাদের ফিগার একদমই জিরো। তাদের মধ্যে হলেন ইলিয়ানা – ডি – কুরুজ এবং শ্রেয়া।

• আপনারা এটা হয়তো শুনেছেন, দক্ষিণী সিনেমাগুলো তামিল ভাষায় হয়। কিন্তু এটা সত্যি নয়, তামিল ভাষা ছাড়াও তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পেয়ে থাকে ছবি।

• দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কোন কাস্টিং কাউচ নেই। দক্ষিণী সব ইন্ডাস্ট্রিতে সব সেম কাজ হয়ে থাকে। তবে এটা আদেও সত্য নয়।

• এটা অনেকের ধারণা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমস্ত মানুষই দক্ষিণী ভাষায় কথা বলে। কিন্তু এই ভাবনা সঠিক নয়। কারণ ছবির শুটিং বিভিন্ন জায়গায় হয়ে থাকে- যেমন লন্ডন, মুম্বাই ও দিল্লি।

• দক্ষিণী শব্দ ইয়েনা রাসকালা সঠিক শব্দ নয়। সঠিক শব্দ হলো ইয়েনা বদমাশ বা ইয়েনাড়া বদমাশ।

• দক্ষিণী চলচ্চিত্রগুলি পরীক্ষামূলক হয়ে থাকে। কিন্তু এটি আদৌ সত্যি নয়। কারণ দক্ষিণ ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমা তৈরি করা হয়ে থাকে।

• বলিউড সিনেমা দক্ষিণ ভারতের তেমন একটা চলেনা এই ধারণা অনেকের। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। দক্ষিণ ভারতেও বলিউডের সিনেমা মুক্তি পায়।