ওয়ার্ক ফর্ম হোমের সুযোগ উঠিয়ে শুরু করেছিলেন কলা চাষ, এখন উপার্জন করেন লাখ লাখ টাকা

প্রত্যেক মানুষেরই একটা কামনা থাকে যে পড়াশোনা করার পর সে চাকরি পেয়ে একটা সুসংগত জীবন যাপন করবে। কিন্তু কিছু মানুষ ব্যতিক্রমীও হয়। যারা তাদের মাতৃভূমির সাথে সংযুক্ত হয়ে বেচে থাকতে চায়। এরকমই একজন হলেন উত্তরপ্রদেশের কুলদীপ শর্মা। অযোধ্যার বাসিন্দা এই ব্যক্তি তার প্রাথমিক শিক্ষা ও উচ্চশিক্ষা উত্তরপ্রদেশে শেষ করেন।

 

শৈশব থেকেই এই মধ্যবিত্ত পরিবারের ছেলেটি পড়াশোনায় খুব ভালো এবং পরিশ্রমী ছিলেন। দিল্লিতে পি আর এজেন্সি অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। কর্মরত অবস্থায় তিনি তার কাজ অনেক কর্তব্যকর্ম নিষ্ঠার সাথে পালন করেছিলেন। 2020 সালে সমগ্র দেশে করোনা পরিস্থিতিতে যখন সরকারি-বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে work from home চলছিল তখন কুলদীপ শর্মা তার বাড়ি ফিরে আসেন।

তিনি ফিরে এসে অনুভব করেন যে work from home করার সাথে সাথে তিনি কলা চাষ করতে পারেন। তিনি বাড়ির পাশে নার্সারিতে তিনি দেখেন কিভাবে কলা চাষ করতে হয়। কুলদীপ শর্মা চাষের জন্য সঠিক পরিকল্পনা করার পর 46000 টাকা বিনিয়োগ করে 1100 টি চারা কিনে আনেন। এক একর জমিতে সেই 1100 টি চারা তিনি রোপণ করেন।

প্রথমবার 46000 টাকা বিনিয়োগ করার পর তাঁর লাভ হয়েছিল দু’লক্ষ টাকা। করোনা আবহে work from home এর সাথে সাথে তিনি কলা চাষে অত্যন্ত নিষ্ঠার সাথে করেছিলেন। যার জন্য এখন তিনি বার্ষিক 4 থেকে 5 লক্ষ টাকা আয় করেন। একটা ভালো চাকরি করার সাথে সাথে তিনি যে এই কলা চাষের জন্য আলাদা করে সময় বের করেছেন এবং তাতে তাঁর এত আয় হচ্ছে। এটার জন্য তিনি সাধারণ মানুষের কাছে প্রেরণা হয়ে উঠেছেন।