না খান, না কুমার! বলিউডে ১০০ কোটি টাকার ক্লাব গড়েন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন এর বাবা

দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার অভিনেতা হলেন আল্লু অর্জুন। তিনি অনেক সুপারহিট মুভি করেছেন দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি তাঁর অভিনীত ‘পুষ্পা:দ্য রাইজ’ ছবিটি সুপারহিট হয়েছে। তাঁর ভক্তরা পুষ্পা ছবিটি বেশ পছন্দ করেছেন। মুভিটি মুক্তি পাওয়ার দুসপ্তাহ পর ২০০ কোটি টাকা আয় হয়েছে ছবি থেকে। শেষ দুদিনে ১০০ কোটি টাকা আয় হয়েছে।

আল্লু অর্জুনের ভক্ত শুধু দেশে নয় বিদেশেও রয়েছে। তাঁর এবারের ‘পুষ্পা’ ছবিটি তেলেগু ছবি হলেও হিন্দি, তামিল এবং কন্নড় ভাষায়ও রিলিজ হয়েছে। মুভিটি যে সুপারহিট হিট হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ছবিটি এখন রোহিত শেট্টি পরিচালিত ‘সুরজবংশীর’ সাথে টক্কর নিতে চলেছে।

আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ হলেন একজন বড় মাপের প্রয়োজক। আপনাদের অনেকের হয়তো জানা নেই, ২০০৮ সালের অরবিন্দ প্রযোজনায় ‘গজনী’ থেকে ১০০ কোটি টাকা আয় করেছিল অরবিন্দ। বলিউডে প্রথমবার গজনী সিনেমার মধ্যে দিয়ে ১০০ কোটি টাকার উপার্জন করেছিলেন।

ছবিটিতে আমির খান, আসিন, জিয়া খান অভিনয় করেছিলেন। গজনী সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। সেসময়ে বলিউডে প্রথমবার ব্লকবাস্টার চেহারা দেখেছিল দর্শকরা। তবে আল্লু অরবিন্দ প্রথমে তামিল ভাষায় রিলিজ করে মুভিটি। তামিল ভাষায় মুভিটি সুপারহিট হয়েছিল। পরে হিন্দি ভাষায় রিমেক করেন আমির খানকে নিয়ে। বলিউডে ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। তবে আল্লু অরবিন্দ তাঁর ছেলে অর্জুনকে তাঁর কোন সিনেমায় এখনও নেননি।  এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন আল্লু অর্জুন। তবে ছেলে হোক বা বাবা দুজনেই যে বড় মাপের শিল্পী তা আর বলার অপেক্ষা রাখে না।