Jio, Airtel, Vi এর এই দুর্দান্ত প্ল্যান গুলিতে মিলবে প্রতিদিন ৩ জিবি ডাটা সহ আনলিমিটেড কল

সম্প্রতি প্রতিটি প্রাইভেট টেলিকম সংস্থা তাদের রিচার্জের দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। সবথেকে বড় সমস্যা সৃষ্টি হয়েছে, কয়েকটি জনপ্রিয় ডেটা প্যাক, যেমন ৩জিবি দৈনিক ডেটা প্ল্যানও করে বন্ধ করে দেওয়া হয়েছে। কাজ বা অন্যান্য ক্ষেত্রে যাদের এবার ৩ জিবি ডেটার প্রয়োজন হবে তাদের জন্য Vodafone- Idea, Airtel and Jio নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এলো এবার। শুধু তাই নয় তার সাথে OTT প্ল্যাটফর্মের বেনিফিটও পাওয়া যাবে।

সম্প্রতি VI নতূন প্ল্যান এনেছে ৪৭৫ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান। আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে। প্রতিদিন ১০০ টা করে এসএমসের সুবিধা পাওয়া যাবে। ৩ জিবি করে দৈনিক ডেটা প্যাক থাকবে। এছাড়াও আনলিমিটেড নাইট টাইম ডেটা, উইকেন্ড ডেটা রোলওভার এবং VI movies and TV এর বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের জন্য। এছাড়াও ৬৯৯ টাকার, ৫০১ টাকার এবং ৯০১ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে।

Jio প্রিপেইড রিচার্জ প্ল্যান ৪১৯ টাকায় ও ৬০১ টাকায় প্রিপেইড রিচার্জ প্ল্যান। এই দুটি প্ল্যানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন ১০০ টা করে এমএমএস পাওয়া যাবে। তবে ৬০১ টাকার রিচার্জে ডিসনি প্লাস হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে। এই দুই প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিনের জন্য।

এয়ারটেলের ৫৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা থাকবে। প্রতিদিন ১০০ টা করে এসএমএস এবং ৩ জিবি করে দৈনিক ডেটা দেওয়া হবে। এছাড়াও ডিসনি প্লাস হটস্টারের ফ্রী অ্যাক্সেস দেওয়া হবে। এছাড়াও Appllo 24/7 circle, free online course, Fastagএ ১০০ টাকার ক্যাশ ব্যাক এবং Wnky musicএ বিনামূল্যে সাবস্ক্রিপশন। প্ল্যানের বৈধতা ২৮ দিনের জন্য।