Airtel-র সবচেয়ে সস্তা দুর্দান্ত প্ল্যান, জলের দরে টাকা খরচে একমাস অ্যাক্টিভ থাকবে Sim

টেলিকম কোম্পানির পোর্টফোলিও থেকে একটি বিশেষ রিচার্জ প্ল্যান হয়। এই প্ল্যানটা ট্রাইয়ের আদেশের পর যুক্ত করা হয়েছে। এই রিচার্জ প্ল্যানটি ৩০ দিনের নয় বরং ১ মাসের ভ্যালিডিটি সমেত পাওয়া যায়। অর্থাৎ মাস ৩০ দিনের হোক কিংবা ৩১ দিনের আপনি গোটা মাস এই সার্ভিসের লাভ তুলতে পারবেন।
এরকম প্ল্যান এয়ারটেলের পোর্টফোলিওতেও (Airtel portfolio) রয়েছে যার মাধ্যমে ইউজাররা গোটা ১ মাস টেলিকম সার্ভিস পায়। যদি আপনি এমন একটি রিচার্জ প্ল্যান চান তবে এয়ারটেলের পোর্টফোলিওতে (Airtel portfolio) এমন দুইটি প্ল্যান বর্তমান রয়েছে। তবে দুটি প্ল্যানের দাম ও বেনিফিটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আসুন এই রিচার্জ প্ল্যান (Recharge plan)গুলির বিষয় বিস্তারিত জেনেনি।
৩১৯ টাকার রিচার্জ প্ল্যান
Airtel-এর ৩১৯ টাকার রিচার্জ প্ল্যানটি (Recharge plan) এক মাসের ভ্যালিডিটি সমেত হয়। এতে ব্যবহারকারীরা প্রতিদিন ২GB ডেটা পাবেন। আর সাথে ব্যবহারকারীরা আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কলের সুবিধা ও ফ্রি ১০০ টি sms প্রতিদিন পাবেন। এছাড়া ব্যবহারকারীরা এই রিচার্জ প্ল্যানে কিছু অতিরিক্ত সুবিধাও পাবেন। যেমন ব্যবহারকারীরা Apollo 24|7 সার্কেলে তিন মাসের সাবস্ক্রিপশন, ১০০ টাকার FASTag ক্যাশব্যাক, ফ্রি হ্যালো টিউন, উইঙ্ক মিউজিকের বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।
এটি সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান
অন্যদিকে এক মাসের ভ্যালিডিটির এয়ারটেলের (Airtel) সবচেয়ে সস্তা কোম্পানির পোর্টফোলিওতে থাকা রিচার্জ প্ল্যাননটি হলো ১১১ টাকার প্ল্যানটা। এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা এক মাসের ভ্যালিডিটিতে ৯৯ টাকার টকটাইম ও ২০০ এমবি ডেটা পাচ্ছেন। অর্থাৎ আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন না। এই প্ল্যানের অধীনে ব্যবহারকারীরা শুধু ২.৫ পয়সা/সেকেন্ড হারে স্থানীয় এবং STD কলিং পান৷ এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং এবং অন্যান্য সুবিধা পাবেন না। কিন্তু সিম সক্রিয় রাখতে এটি Airtel-এর অন্যতম সস্তা রিচার্জ প্ল্যান।