হাসপাতালে চিকিৎসারত অভিনেত্রী ঐন্দ্রিলা, চিকিৎসার দায়িত্ব নিলেন গায়ক অরিজিৎ সিং

শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমান সময়ে হাসপাতালের বেডে টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। সর্বদা তাঁর পাশে ছায়াসঙ্গীর মত রয়েছেন প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। স্যোশাল মিডিয়ায় ঐন্দ্রিলার সুস্থতা কামনা করে সকলকে তাঁর জন্য প্রার্থনা করার জন্য অনুরোধও করেছেন সব্যসাচী চৌধুরী। এরই মধ্যে ঐন্দ্রিলার পাশে দাঁড়ালেন বিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)।
শেষ পাওয়া খবর অনুযায়ী, গত দুদিনে কিছুটা হলেও শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে ঐন্দ্রিলার। যার ফলে কিছুটা আশার আলো দেখছেন চিকিৎসকরা। তবে শারীরিক অবস্থা বেশ জটিল থাকার কারণে এখনও ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। তবে এবার ঐন্দ্রিলার চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিলেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)।
হাসপাতাল সূত্রের খবর, একজন ব্যক্তির শরীরে গ্লাসগো কোমা স্কেলের মাত্রা থাকা উচিত ১৫। কিন্তু সেখানে ঐন্দ্রিলার রয়েছে ৩, যা কিছুটা সংকটজনক। এই গ্লাসগো কোমা স্কেলের মাত্রার উপরই রোগীর মান নির্ধারিত হয়, চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। তবে ইতিমধ্যেই ঐন্দ্রিলার চিকিৎসার জন্য প্রায় ১২ লক্ষ টাকার উপরে খরচ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
এই অবস্থায় তাঁর পাশে এসে দাঁড়ালেন সনামধন্য গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। ঐন্দ্রিলার চিকিৎসার এই খরচ মেটানোর পাশাপাশি তিনি ভবিষ্যতেও অভিনেত্রীর চিকিৎসার খরচ বহন করবেন বলে জানিয়েছেন। বর্তমান সময়ে গোটা বাংলার মানুষ একটাই প্রার্থনা করে চলেছে, ফিরে আসুক লড়াকু অভিনেত্রী।
জানিয়ে রাখি, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে প্রতিদিনই ঐন্দ্রিলার (Aindrila Sharma) নতুন নতুন লড়াই চলছে। হাওড়ার বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে অভিনেত্রী। এরই মধ্যে আবার বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে ঐন্দ্রিলার অবস্থা আরও জটিল হয়ে পড়েছে। তবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ায় তাতে সাড়া দিয়েছেন অভিনেত্রী। ভেন্টিলেশনের মাত্রা বাড়ানোর ফলে, রাতের দিকে অক্সিজেন স্যাচুরেশনও কমতে শুরু করে।