ছেলের স্বপ্ন পূরণ করতে আবর্জনা থেকে জীপ বানালেন বাবা, দেখে বোলেরো কার পুরস্কার দিলেন আনন্দ মাহিন্দ্রা

অসম্ভবকে জিনিসকে সম্ভব করতে পারে পৃথিবীর একমাত্র জীব মানুষ। মানুষের ক্রিয়েটিভিটি অনেক সময় মানুষের পরিচয় বানিয়ে দেয়। চিন্তাশীল এবং সৃজনশীল ভাবনা দিয়ে মানুষ আশ্চর্য আশ্চর্য জিনিস বানিয়ে ফেলে। সম্প্রতি এমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে। এমন এক তাক লাগানোর জিনিস , মহারাষ্টের এক ব্যক্তি, যিনি পেশায় কামার, তিনি তাঁর ছেলের ইচ্ছা পূরণের জন্য লোহা দিয়ে চার চাকার গাড়ি বানিয়ে দিয়েছেন ছেলেকে।

ওই ব্যক্তিটি মহারাষ্টের দেবরাষ্ট্র গ্রামের বাসিন্দা। ওই ব্যক্তির ছেলে বাবার কাছে বায়না করেছিল একটি গাড়ির। তখন ব্যক্তিটি স্ক্র্যাপ লোহা দিয়ে একটি জিপ গাড়ি তাঁর ছেলের জন্য বানান। তাঁর গাড়ির জন্য খরচ হয়েছে ৬০,০০০ হাজার টাকা। গাড়িটিতে কিক- স্টার্ট মেকানিজম ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র টু-হুইলারের ক্ষেত্রেই দেখা যায়।

ভিডিওটি টুইটার থেকে ভাইরাল হয়েছিল। ভিডিওটি পোস্ট করেছিলেন মাহিন্দ্রা গ্রূপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। এরপরের টুইটারের ভিডিওটি ব্যাপক হারে ভাইরাল হয়েছে। প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার হয়েছে ভিডিওটিতে। আনন্দ মাহিন্দ্রা নিজেও ওই ব্যক্তির প্রশংসা করেছেন। তিনি ঘোষণা করেছেন, ওই ব্যক্তিকে তিনি নতুন বোলারো উপহার দেবেন।

আনন্দ মাহিন্দ্রা শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে 45-সেকেন্ডের ক্লিপে, দত্তাদয় লোহার চার চাকার গাড়িটি কিভাবে চলছে। গাড়িটির বাম হাতের ড্রাইভ এবং গাড়ির অন্যান্য যন্ত্রাংশ পুরোনো অন্য গাড়ির যন্ত্র দিয়ে তৈরি করেছেন। মানুষ তাঁর ক্রিয়েটিভিটি দিয়ে গাড়িও বানিয়ে ফেললো, যা সত্যি প্রশংসার যোগ্য।