ভারতীয় সিনেমার ইতিহাসে ৭ টি সবচেয়ে ব্যয়বহুল সিনেমা, যা তৈরি করতে ব্যয় করা হয়েছে জলের মতো টাকা

সিনেমা জগতের বড় থেকে ছোট বাজেটের ছবি হয়ে থাকে। আসলে ছবির অ্যাকশন সিকোয়েন্স বা VFX ক্যাপচার করতে প্রচুর খরচ হয়ে থাকে। তবেই একটা সিনেমাতে দর্শকরা মুগ্ধ হয়ে থাকে। তাই পরিচালকরা বড় বড় বাজেটের সিনেমায় ঝুঁকি নিয়ে থাকে। আজ তেমনই কয়েকটি সিনেমার কথা আপনাদের জানাবো।

পোন্নিয়ান সেলভান –

এই ছবিটির পরিচালক ছিলেন মনি রত্নম। এই ছবিটিতে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন, কার্তিকেয়, ত্রিশা, জয়রাম, শোভিতা ধুলিপালা, ঐশ্বরিয়া লক্ষ্মী ও বিক্রম প্রভুর মতো বড়-বড় অভিনেতারা। এই ছবির জন্য খরচ হয়েছে ৫০০ কোটি টাকা। ছবিতে সঙ্গীত পরিবেশন করেছেন এ আর রহমান। ছবিটির প্রোডাকশন ছিল লাইকা এবং মাদ্রাজ।

Robot 2.0 –

এই ছবিটি তৈরি করতেও খরচ হয়েছে ৫৭০ কোটি টাকা। ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন।

আদি পুরুষ –

এই ছবিটিতে রামায়ণের গল্প তুলে ধরা হয়েছে। ছবির প্রোডাকশন ছিল t-series ও বেট্রোফাইলস প্রোডাকশন। ছবিটির জন্য খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, কৃতি শ্যানন এবং সাইফ আলি খান।

RRR –

 

এই ছবিটি পরিচালনা করেছেন এসএস রাজমৌলি। ছবিটি অসাধারণ সাফল্য পেয়েছেন। ছবিটিতে অভিনয় করেছিল এনটি রামা রাও জুনিয়র, রাম চরণ, অজয় দেবগন এবং আলিয়া ভাট। ছবিটির জন্য বাজেট ৪০০ কোটি টাকা।

সাহো –

ছবি জন্য খরচ হয়েছিল ৩৫০ কোটি টাকা। এই ছবিটিতে অভিনয় করেছে প্রভাস এবং শ্রদ্ধা কাপুর।

রধে শ্যাম –

 

এই ছবিটিতে সাইন্স ফিকশন যেমন রয়েছে , তেমনি রোমান্টিক ড্রামা রয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, পূজা হেগড়ে, রাজ বিশ্বকর্মা এবং ঋদ্ধি কুমার। ছবিটিতে জন্য খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা।

পৃথ্বীরাজ –

ছবিটিতে মহান যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের বায়োপিক দেখানো হয়েছে। ছবিটি যশরাজ ফিল্মস প্রোডাকশন প্রস্তুত করেছে। ছবিটি জন্য খরচ হয়েছে ৩০০ কোটি টাকা।