এবার ভুলে যান 4G, নতুন বছরেই কলকাতা সহ আরো ১৩ টি শহরে শুরু হতে চলেছে 5G পরিষেবা

আর মাত্র একটা দিন, তারপরেই পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে আগমন নেওয়ার সময় এসেই গেলো। তেমনি আগত বছরে 5g পরিষেবা দেওয়া হবে দেশবাসীকে। প্রথম ১৩ টি মেট্রো শহরে লঞ্চ করা হবে 5g পরিষেবা। তবে প্রযুক্তি মহল থেকে এটাই শোনা যাচ্ছে, শুধু ১৩ টি মেট্রো শহরেই নয় আস্তে আস্তে পুরো দেশে ছড়িয়ে যাবে ইন্টারনেটের 5g পরিষেবা।

এক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, এই ১৩ টি মেট্রো শহরের নাম যেমন, কলকাতা, মুম্বই, দিল্লি, গুরুগ্রাম, পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, লখনউ, হায়দরাবাদ, জামনগর, আহমেদাবাদ, গান্ধীনগর।
এই শহরগুলিতে 5g ইন্টারনেট পরিষেবার জন্য ইতিমধ্যে টেস্টিং শুরু হয়ে গিয়েছে। সমস্ত প্রাইভেট টেলিকম সংস্থা যেমন, জিও, এয়ারটেল এবং VIতে 5g ইন্টারনেট পরিষেবা দেওয়া শুরু করবে খুব দ্রুত।

এবছরের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের জন্য খরচ হবে ২২৪ কোটি টাকা। এই প্রকল্পের কাজ ৩ বছর ধরে চলছে। এই প্রকল্পের জন্য ৮ টি এজেন্সি কাজ করেই চলেছে। এই প্রকল্পের জন্য কাজ করছে বড় বড় কোম্পানি যেমন আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি কানপুরের প্রমুখ।

প্রযুক্তি মহলের তরফ থেকে শোনা যাচ্ছে, 4g ইন্টারনেটের থেকে ৩ গুণ দ্রুত ইন্টারনেট পরিষেবা পাবে দেশের নাগরিকরা। এরফলে লাভবান হবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ থেকে ট্র্যাফিক ম্য়ানেজমেন্ট- প্রভৃতি ক্ষেত্র গুলি। তবে 5g পরিষেবা শুরু হওয়ার আগে স্পেক্ট্রাম নিলামে তোলা হবে। তবে তারিখ এখনো জানানো হয়নি। তবে আগামী বছরের দেশে প্রযুক্তি ব্যবহারের আমূল পরিবর্তন হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা।