ছেলে হয়েও মেয়েদের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন এই বলি অভিনেতারা, রয়েছে অক্ষয়- গোবিন্দা সহ

বলিউডের ছবিতে প্রতিটি চরিত্রই সঠিক অভিনয়ের দ্বারা সুপারহিট হয়ে ওঠে। সেটা রোমান্সের ছবি হোক অথবা অ্যাকশনের হোক অথবা কিছু অন্যরকম ছবি হোক। তবে আজ কোন প্রধান অভিনেতা বা অভিনেত্রী সম্বন্ধে কথা বলবো না। আজ বলবো, তেমন কিছু অভিনেতার সম্বন্ধে তাঁরা মহিলা চরিত্র করেছেন কোন না কোন ছবিতে। সেই সব ছবিগুলি সুপারহিটও হয়েছে। আসুন জেনে নিন তাঁদের নাম।

 

১. অক্ষয় কুমার – এই অভিনেতা বলিউডে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি মহিলা চরিত্র অভিনয় করেছেন। আসলে গত বছর মুক্তি পেয়েছিল ‘লক্ষ্মী বোম্ব’। সেখানে লক্ষ্মীর চরিত্র অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল। বক্সঅফিসে ছবিটি বেশ ভালোরকম চলেছে। ২. পরেশ রাওয়াল – বলিউডের ৯০ দশকের অভিনয় জীবন শুরু করেছিলেন। তিনি ১৯৯৮ সালের একটি রূপান্তরকামী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিল।

৩. আশুতোষ রানা – এই অভিনেতার অভিনয় দক্ষতা যেমন রয়েছে। তেমনি তিনি দেখতেও যথেষ্ট হ্যান্ডসাম। তাঁর লুকেরও জন্য দর্শকরা তাঁকে পছন্দ করতো। তিনি ‘সংঘর্ষ’ ছবিতে তৃতীয় লিঙ্গের ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর আরো একটি সুপারহিট ছবি হল ‘রাজ’। তাঁর অভিনয়ের দক্ষতা দর্শকদের গায়ের লোম খাড়া করে দেওয়ার ক্ষমতা রাখতো। ৪. জনি লিভার – বলিউডের কমেডি অভিনেতা হিসাবে নিজের জায়গা ভালো রকমই করে নিয়েছেন জনি লিভার। তিনি দর্শকদের ভালো রকমই হাসাতে পারেন। তাঁর অভিনয়ের দক্ষতার দ্বারা তিনি নারী চরিত্রে অভিনয় করেছেন। শুধু নারী চরিত্র নয়, তৃতীয় লিঙ্গের চরিত্রেও অভিনয় করেছেন।

৫. শাহরুখ খান: বলিউডে কিং খান বলা হয়ে থাকে শাহরুখ খানকে। বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে তাঁর নাম সবার প্রথম আসে। তিনি তাঁর জায়গা এখনো অব্দি ধরে রেখেছেন। তিনি ১৯৯৮ সালে নারী চরিত্র অভিনয় করেছিলেন। ছবিটির নাম ছিল ডুপ্লিকেট।

৬. গোবিন্দা – ৮০ এবং ৯০ দশকের অ্যাকশান এবং রোমান্সে দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখিয়েছিলেন অভিনেতা গোবিন্দ। তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর ছবিটির নাম ছিল ‘আন্টি নম্বর ওয়ান’। এই ছবিতে তিনি মহিলা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি রাজাবাবু ছবিতেও মহিলা চরিত্র করেছেন। দর্শকরা সেই সব ছবি বেশ ভাল রকমের উপভোগ করেছিল সে সময়।