প্রেসার কুকারে ফেঁসে গেছিল ১ বছরের বাচ্চার মাথা, চিকিৎসকরাও হলেন ব্যার্থ, ৪৫ মিনিট পর হলো সমাধান

শিশুদের সবচেয়ে প্রিয় খেলার মধ্যে একটি হলো লুকোচুরি। তবেই লুকোচুরি খেলতে গিয়ে ঘটে গেল বিপত্তি। ঘটনাটি ঘটেছে গুজরাট রাজ্যের ভাবনগর জেলায়। সেখানে এক বছরের একটি মেয়ে তার নাম প্রিয়াংশি। সে লুকোচুরি খেলার সময় লুকানোর জন্য পেসার কুকারে মাথা ঢুকিয়ে দেয়। পরিবারের সদস্যরা শিশুটির মাথা প্রেসার কুকার থেকে বের করার অনেক চেষ্টা করলেও কোন লাভ হয় না। বরং শিশুটির মাথায় চাপ পড়ে।

ক্রমশ তাঁর অবস্থা গুরুতর হয়ে যাচ্ছিল। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়। চিকিৎসকরা তাঁকে অক্সিজেন লাগিয়ে প্রেসার কুকার কাটতে বাধ্য হয়। শিশুটির মুখে মাক্স লাগানো হয়। শিশুটির এরম সংকটজনক অবস্থা দেখে প্রথমে বিস্মিত হয়ে যায় চিকিৎসকরা। পরিবারের সদস্যরা চিকিৎসকদের পুরো ব্যাপারটা জানালে শিশুটির মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেন। যাতে শিশুটি অক্সিজেনটুকু নিতে পারে।

ডাক্তারি প্রেসার কুকার কাটতে বাধ্য হয়েছিল। তবে তাঁর জন্য বাসন কাটার একজন ব্যক্তিকে ডেকে আনা হয়েছিল। তিনি ধীরে ধীরে কুকারটি কাটতে শুরু করেন। তাঁর প্রচেষ্টা সফল হয়েছে। কুকার থেকে বাচ্চাটির মাথা বের করা হয়। শিশুটির মাথায় ছোট খাটো আঘাত লাগলেও তাঁর প্রাণটুকু বেঁচে যায়। মেয়েটিকে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে কিছু দিন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে কিছুদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। পরিবারের লোকজনকে শিশুটির প্রতি যত্ন নিতে বলেছেন। তারসাথে তাঁর দিকে নজর রাখতে বলেছে। যাতে এরকম ঘটনা আর না ঘটে। আসলে মেয়েটির মাথা কুকারে ঢুকিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেছিল খেলায়। তবে অনেকক্ষণ তাঁকে কেউ না দেখতে পাওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করে। অবশেষে তাঁকে ওই অবস্থায় খুঁজে পায়।